মানুষের মনের প্রদেশের খোঁজ ক’জনাই বা রাখে
যেখানে বেদনার নীল নীল ঢেউ স্ব-গর্জনে ফুঁসে ওঠে
প্রদীপের উজ্জ্বল আলোতে মুগ্ধ সকলে
ক’জনা বা দেখে প্রদীপের নিচে গাঁড় অন্ধকার নীরবে নড়ে।
বিকাল পাহার দেখে সকলেই তাকে পাষাণ ভাবে
সবুজ পাহাড়ের বুক চিরেও মাঝে মাঝে বেদনা নির্ঝর
রূপে ঝরে।
সাগরের ভাষা কেউ বোঝে না
বোঝে না কেউ বিশাল সাগরের একাকীত্বের বেদনা
যেমনি শোনে না কেহ
পাহাড়ের বুক চিরে
নির্ঝর পাহারের পাহাড়ের কান্না হয়ে ঝরে
দেখে না কেহ
প্রদীপের গাঁড় অন্ধকার নীরবে নড়ে
কি করে বুঝবে মানুষ
মানুষের মনের ভেতরে।
নীরব নীল নীল বেদনা
মানুষকে খায় খুঁড়ে খুঁড়ে!!
Categories: