প্রেম প্রহর
আমার আকাশ মেঘলা
তুমি-তো নও একলা
তোমার আকাশ ভরা আলোর তারা
নিত্য তোমায় দিচ্ছে সারা
আমার হৃদয় তোমায় ভরা
তোমার হৃদয় খুঁজে ফেরে তাদের সারা
যারা তোমার হৃদয় নয় শরীর চেটে আত্মহারা
ও সাহেবি সময় কাটে ভালোই তোমার
প্রহর
প্রহর
প্রহর কেটে
জীবনের অন্য ঘাটে
বয়স বেড়ে ক্লান্ত হয়ে
ফিরবে যখন ঘরের বাটে
রূপের সেই মলিন-কালে
সতেজ শরীর ঋজু হলে
তোমায় ফেলে
যখন তোমার ভ্রমরেরা
নিত্য-নতুন খুঁজছে কুঁড়ি
আর ফেরে না তোমার বাড়ি
আমার মত
তখন তোমার সময় হবে রাজ্য হাড়ি
এক আকাশ আলোর বাড়ি
মেঘেরা তখন ফেলবে ঘিরি
মেঘাচ্ছন্ন মলিন সময়
তখন তোমার ঘুম কি গো হয়?
অ-ঘুম তোমার হৃদয়
ও সাহেবি
বুঝবে সেদিন কে ছিল তোর প্রেমের কাঁটা
কে বা তোর ফুলের ডাঁটা
Categories: