
আমার না হয় অনেক গুলো দুঃখ আছে
তোমার তো অনেক গুলো সুখ আছে।
আমার না হয় আনন্দটা মলিন হলও
তোমার দুঃখ ক্ষতগুলো তো এন্টিসেপ্টিক পরশ পেলো।
আমার না হয় একটামাত্র জীবন নষ্ট হলও
তোমার জীবন অনেক গুলো পথ-তো পেলো।
আমার না হয় চোখ থেকে রোজ বর্ষা ঝড়ে
তোমার চারিপাশে বসন্ত রোজ খেলা করে।
ফুল তুলতেই এখন দেখি পাপড়ি ছেঁড়া
তোমার বাগানের সব গুল ফুল সুরভিত ঘ্রাণে ভরা
আমার না হয় সময় কাটে রাত্রি জেগে প্রহর গুনে
তোমার তো প্রহর ঘোরে বিশ্রামে আর ঘুমের শনে
ভিন্ন পুরুষ পরশ পেলে
তোমার বাহু আলিঙ্গনের পাপড়ি মেলে
ভিন্ন নারী ছোঁয়া দিলে
বাজ ডেকে ওঠা শিহরিত শরীর বলে
ক্ষমা করুন
ভালবাসার তপ্ত হারে
জ্বলিসে গেছে প্রেমের মুকুল আর ভালোবাসার ফুল কলিরা।
Categories: