জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
সকল মানুষ জন্ম হলে
চৌদিকে আলো দেখে
অন্ধকার দেখেছি আমি
জন্মলগ্ন থেকে
আমার সে অশুভ জন্মলগ্ন থেকে
অন্ধকার
আমার চারিপাশে
দেয়নি করতে প্রবেশ কোন আলোকে
ভালবাসার আলোর পরশ
পাইনি আমি এই জীবনে
অন্ধকারের নিবিড় দহনে
পুড়ছি শুধু নীল অনলে
জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
আমাকে কেউ
জড়িয়ে রাখেনি ভালোবাসার গহীন জালে
ঘৃণিত আমি
ঘৃণার চোখে দেখেছে সকলে জন্মলগ্ন তেকে
জানেনি কেহ
জন্ম থেকে আমার চারিপাশে
উজ্জ্বল আলোর মাঝে অন্ধকার জ্বলে
তবুও মাঝে মধ্যে
ভালোবাসার পরশ পেলে
হাত বাড়িয়ে ধরতে গেছি
ভালবাসা নয়
বিষের ছোবল
মূহুর্তে ফিরিয়ে দিল
আবার আমায়
অন্ধকারে
বোঝেনি কেহ
জানেনি কেহ
নি:স্ব তানভীর পারভেজ
বেদনার সাথে বসত করে
প্রতিক্ষণে সে
সিঁড়ি ভেঙ্গে যায়
অন্ধকার থেকে অন্ধকারে।
Categories:
Bangla-Poem,
Bengali-Poetry,
Kabbo,
kobita-net,
Poem,
Porichoy,
Tanvir-Parvez,
কবিতা,
কাব্য,
বাংলাকাব্য