নিজের সাথে কথা বলতে ভালোবাসি ৷
তাই আঁকি-বুকি আর লেখালেখি
নিয়েই আমার বেলারা কেটে যায় ৷
বেলা অবেলায় লেখা, আমার
এইসব কথা জানি না কতটুকু কবিতা ৷
কঠোর ব্যাকরণের কাঠামো থেকে বের
হয়ে এসে লেখাগুলো
কাব্য করে কিছু বলতে চায় ৷
সেখানেই পথ এসে থেমে যায় পথিকের পায়...