পৃথিবীর কোলাহলে নিজস্ব নিস্তব্ধতা চারিপাশে
বড় বেশী নির্জনতা ডেকে আনে
যেমন মাঝ দুপুরের অন্তরালে
রাতের অন্ধকার আরও গভীর হয়ে জ্বলে
নিস্তব্ধতা, নির্জনতা লোডশেডিং এর মত
হঠাৎ হঠাৎ আমাকে জড়িয়ে ধরে।
প্রাণহীন শরীর নিয়ে বেঁচে থাকা বেকার কবির ঘরে
ভিন্ন কোনও নারী নয় নির্জনতা যখন তখন প্রবেশ করে
রোদ ঝরা সোনালী বেলায় সুনয়না তোমাকে দেখে
বড় বেশী ভালো লেগে যায়। সেসব ভালোলাগা
অনেক না বলা কথার মতই হৃদয়ে থেকে যায়
হৃৎক্ষরণে আঘাত জাগায় আমার নির্জনতা বাড়ায়
সুনয়না অনেক মুখ খুলে না বলা কথা নীরবতাই
প্রকাশ পায়। ভালোবাসা- সে তো তেমনি এক নীরবতা
এখনও বিশ্ববিদ্যালয়ের শার্টে-ল ট্রেনে
ভিড়ের ভেতর মিশে যেয়ে আমার বেলা কেটে যায়
শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সংগীতের সুর মূর্ছনায়
সবকিছু ছাপিয়ে মনের আয়নায় তোমার মুখখানি
মনে পড়ে যায়। জানি না ভালোবাসা মানুষকে
কতটুকু নিয়ে যায় নিঃস্বতায় গুহায়।
তবে এটুকু বুঝি
সুনয়না
তুমিই আমার নির্জনতা
তোমার বিরূপতা হৃদয়হীন আমার শরীর নিয়ে বাঁচা।
যেমন মাঝ দুপুরের অন্তরালে
রাতের অন্ধকার আরও গভীর হয়ে জ্বলে
নিস্তব্ধতা, নির্জনতা লোডশেডিং এর মত
হঠাৎ হঠাৎ আমাকে জড়িয়ে ধরে।
প্রাণহীন শরীর নিয়ে বেঁচে থাকা বেকার কবির ঘরে
ভিন্ন কোনও নারী নয় নির্জনতা যখন তখন প্রবেশ করে
রোদ ঝরা সোনালী বেলায় সুনয়না তোমাকে দেখে
বড় বেশী ভালো লেগে যায়। সেসব ভালোলাগা
অনেক না বলা কথার মতই হৃদয়ে থেকে যায়
হৃৎক্ষরণে আঘাত জাগায় আমার নির্জনতা বাড়ায়
সুনয়না অনেক মুখ খুলে না বলা কথা নীরবতাই
প্রকাশ পায়। ভালোবাসা- সে তো তেমনি এক নীরবতা
এখনও বিশ্ববিদ্যালয়ের শার্টে-ল ট্রেনে
ভিড়ের ভেতর মিশে যেয়ে আমার বেলা কেটে যায়
শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সংগীতের সুর মূর্ছনায়
সবকিছু ছাপিয়ে মনের আয়নায় তোমার মুখখানি
মনে পড়ে যায়। জানি না ভালোবাসা মানুষকে
কতটুকু নিয়ে যায় নিঃস্বতায় গুহায়।
তবে এটুকু বুঝি
সুনয়না
তুমিই আমার নির্জনতা
তোমার বিরূপতা হৃদয়হীন আমার শরীর নিয়ে বাঁচা।
Categories:
Bangla-Poem,
Bengali-Poetry,
Kabbo,
kobita-net,
loneliness,
Poem,
Tanvir-Parvez,
কবিতা,
কাব্য,
বাংলাকাব্য