অদিত্রী দিৎসা


সভ্যতার প্রথম লগ্ন থেকেই মানুষ ঘুরে দাঁড়ায় \ কখনো কারো বিপরীতে \কখনো-বা পথ এসে ডেকে নেয় নতুন যাত্রায়\তেমনি এক মলিন বেলায় পরিবর্তনের হাওয়া এসে পশ্চিম কোনে উঁকি দিয়ে যায়\যার ছোঁয়া লাগে পূর্বের গাছপালায় \সূর্য উল্লাস করে আলো ছড়ায়\ মেঘেরা মেতে উঠে উচ্ছ্বাসের আছন্নতায়\ ধরিত্রীতে তোমার আগমন \ অদিত্রী \এভাবেই আমাদের দোলা দিয়ে যায়\ ভালবাসার কার্পণ্য বেলায় মানুষ হারিয়েছে তার দানকরার উচ্চতা\ সম্মান করার বিশালতা\ সমর্পণ করার মহিমা\ ভালবাসার মহানুভবতা\জানালা ভেদকরে সূর্য পূর্ণভাবে প্রবেশ করে \ এই আকালে আমরা জেনে যাই তুমিই সেই দিৎসা\ কবিতা তোমার ভাষা\ সঙ্গীত তোমার উপস্থাপনা\ চিএকলা তোমার মুগ্ধতা\নতুন পথ এসে মিশে যায় আমাদের পায়ের কোনায়\ আমরা মেতে উঠি নতুন যাত্রায়\ সে যাত্রায় তুমিও সহযাত্রী আমাদের বিশ্বাস \ সম্মান \ সমর্পণ \ আর ভালবাসার পথে হেঁটে হেঁটে তুমি হয়ে উঠবে\ অদিত্রী দিৎসা

Leave a Reply

Archive