নি:স্ব সুখের ভুবনে 
এক বুক বাসনা বুক চেপে
অতিশয় পোড়া হৃদয় নিয়ে
বলিষ্ঠ স্বাস্থ্য দেখিয়ে
কত মানুষ হেঁটে চলে পথে-ঘাটে
তা কে কতটুকু জানে-বল?

জলের উপরটা দেখলে
মনে হয় খুব শান্ত,
কিন্তু
ভেতরে মাছেরা নিংড়েয়ে
প্রদাহ জাগায়
ক্ষণে
ক্ষণে
তা কে কতটুকু জানে বল?
পাথরের উপরে হাত রেখে
তুমি কি করে বুঝবে বল
পাথরের ভেতরে কত তপ্ত?

আমিও এখন তপ্ত তেমন
নীরব স্মৃতির নীল অনলে
আমার সুখের নি:স্ব ভুবনে
তুমি তা কতটুকু জানো
বল?

Leave a Reply

Archive