ছিন্নমূল সময়ের তোড়ে,

অভ্যাসবশত অস্থিরতার অসহ্য ঘোরে 

মৃদু করুণ দুখের সুর বেজে ওঠে সত্তার গহীন ভেতরে। 

সবকিছু নড়েচড়ে ওঠে 

সারাক্ষণ অপরিচিত মেসেজের দাপটে 

ক্লান্তিকর দিন শেষ হয়ে আসে।

 

জল নড়ে ওঠে ঢিলের খোঁচায়, 

তোমার মেঘ ঘন মুখখানি মনে পড়ে যায়।

 

অন্ধকার আরো গাঢ় হয়ে আসে 

চাঁদ চলে যায় মেঘের পাশে।

একুশে এপ্রিলের সেই নয়টা বারো মিনিটের রাতে

শেষ দেখা হয় তোমার সাথে।

সিঁড়ি বেয়ে আমি নামতে থাকি ক্রমশ নিচে,

আবছায়া ঘোর তোমার মুখে

ভাবনি তুমি 

কে স্বজন? 

কাকে ফেলে দিলে বিনা জিজ্ঞাসায় 

মনের দৃঢ়তার এ অসুখে!

ভুলে গেলে মানুষ সত্য

বেলা শেষে।

শেষাশেষি, কার কি পূর্ণ হবে

মত - অমতের দোটানা দহনে।

তখন সুদর্শন, ঝড় টেনে আনে।

ঝড়ের প্রচণ্ড কাননে  

কে কোন দিকে যাবে

নাবিক কি জানে?

 

আজকাল বেলাশেষে ক্লান্তি লাগে,

মনের অতলে 

শীতল হৃদয় মহলে 

কি যেন একটা কেঁপে-কুপে ওঠে।

তাই হঠাৎ সহসা উল্টে যায় স্মৃতির সে সব পাতা। 

জাফরানের ঘ্রাণের মত আমাদের কত কথা

আজ সবই শুধু স্মৃতির বিষম পাতা।

আর আমাদের না বলা কথা

শতাব্দীর বিবর্ণ ঘোরে 

বাতাস বিদীর্ণ করে।

 

সুরঞ্জনা,

তুমি — অমি ক্রমশ রচে যাই

দূরত্ব রচনা।


Read More ...

0 comments


নি:স্ব সুখের ভুবনে 
এক বুক বাসনা বুক চেপে
অতিশয় পোড়া হৃদয় নিয়ে
বলিষ্ঠ স্বাস্থ্য দেখিয়ে
কত মানুষ হেঁটে চলে পথে-ঘাটে
তা কে কতটুকু জানে-বল?
Read More ...

0 comments

পৃথিবীর কোলাহলে নিজস্ব নিস্তব্ধতা চারিপাশে
বড় বেশী নির্জনতা ডেকে আনে
যেমন মাঝ দুপুরের অন্তরালে 
রাতের অন্ধকার আরও গভীর হয়ে জ্বলে
নিস্তব্ধতা, নির্জনতা লোডশেডিং এর মত
হঠাৎ হঠাৎ   আমাকে জড়িয়ে ধরে।
প্রাণহীন শরীর নিয়ে বেঁচে থাকা বেকার কবির ঘরে
ভিন্ন কোনও নারী নয় নির্জনতা যখন তখন প্রবেশ করে


রোদ ঝরা সোনালী বেলায় সুনয়না তোমাকে দেখে 
বড় বেশী ভালো লেগে যায়। সেসব ভালোলাগা
অনেক না বলা কথার মতই হৃদয়ে থেকে যায়
হৃৎক্ষরণে আঘাত জাগায় আমার নির্জনতা বাড়ায়
সুনয়না অনেক মুখ খুলে না বলা কথা নীরবতাই 
প্রকাশ পায়। ভালোবাসা- সে তো তেমনি এক নীরবতা


এখনও বিশ্ববিদ্যালয়ের শার্টে-ল ট্রেনে
ভিড়ের ভেতর মিশে যেয়ে আমার বেলা কেটে যায়
শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সংগীতের সুর মূর্ছনায়
সবকিছু ছাপিয়ে মনের আয়নায় তোমার মুখখানি 
মনে পড়ে যায়। জানি না ভালোবাসা মানুষকে 
কতটুকু নিয়ে যায় নিঃস্বতায় গুহায়।
তবে এটুকু বুঝি
সুনয়না
তুমিই আমার নির্জনতা
তোমার বিরূপতা হৃদয়হীন আমার শরীর নিয়ে বাঁচা।

Read More ...

0 comments

অদিত্রী দিৎসা


সভ্যতার প্রথম লগ্ন থেকেই মানুষ ঘুরে দাঁড়ায় \ কখনো কারো বিপরীতে \কখনো-বা পথ এসে ডেকে নেয় নতুন যাত্রায়\তেমনি এক মলিন বেলায় পরিবর্তনের হাওয়া এসে পশ্চিম কোনে উঁকি দিয়ে যায়\যার ছোঁয়া লাগে পূর্বের গাছপালায় \সূর্য উল্লাস করে আলো ছড়ায়\ মেঘেরা মেতে উঠে উচ্ছ্বাসের আছন্নতায়\ ধরিত্রীতে তোমার আগমন \ অদিত্রী \এভাবেই আমাদের দোলা দিয়ে যায়\ ভালবাসার কার্পণ্য বেলায় মানুষ হারিয়েছে তার দানকরার উচ্চতা\ সম্মান করার বিশালতা\ সমর্পণ করার মহিমা\ ভালবাসার মহানুভবতা\জানালা ভেদকরে সূর্য পূর্ণভাবে প্রবেশ করে \ এই আকালে আমরা জেনে যাই তুমিই সেই দিৎসা\ কবিতা তোমার ভাষা\ সঙ্গীত তোমার উপস্থাপনা\ চিএকলা তোমার মুগ্ধতা\নতুন পথ এসে মিশে যায় আমাদের পায়ের কোনায়\ আমরা মেতে উঠি নতুন যাত্রায়\ সে যাত্রায় তুমিও সহযাত্রী আমাদের বিশ্বাস \ সম্মান \ সমর্পণ \ আর ভালবাসার পথে হেঁটে হেঁটে তুমি হয়ে উঠবে\ অদিত্রী দিৎসা
Read More ...

0 comments


জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
সকল মানুষ জন্ম হলে
চৌদিকে আলো দেখে
অন্ধকার দেখেছি আমি
জন্মলগ্ন থেকে
আমার সে অশুভ জন্মলগ্ন থেকে
অন্ধকার
আমার চারিপাশে
দেয়নি করতে প্রবেশ কোন আলোকে
ভালবাসার আলোর পরশ
পাইনি আমি এই জীবনে
অন্ধকারের নিবিড় দহনে
পুড়ছি শুধু নীল অনলে

জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
আমাকে কেউ
জড়িয়ে রাখেনি ভালোবাসার গহীন জালে

ঘৃণিত আমি
ঘৃণার চোখে দেখেছে সকলে জন্মলগ্ন তেকে
জানেনি কেহ
জন্ম থেকে আমার চারিপাশে
উজ্জ্বল আলোর মাঝে অন্ধকার জ্বলে
তবুও মাঝে মধ্যে
ভালোবাসার পরশ পেলে
হাত বাড়িয়ে ধরতে গেছি
ভালবাসা নয়
বিষের ছোবল
মূহুর্তে ফিরিয়ে দিল
আবার আমায়
অন্ধকারে

বোঝেনি কেহ
জানেনি কেহ
নি:স্ব তানভীর পারভেজ
বেদনার সাথে বসত করে
প্রতিক্ষণে সে
সিঁড়ি ভেঙ্গে যায়
অন্ধকার থেকে অন্ধকারে।
Read More ...

0 comments



স্থির দৃষ্টি বারবার পিছুটানে
ব্যথার নির্ঝর নড়ে ওঠে হৃদয় কোনে
জল জমে হৃদয় মহলে
সে জলে নীল ব্যথার আগুন জ্বলে।
Read More ...

0 comments



আমার না হয় অনেক গুলো দুঃখ আছে
তোমার তো অনেক গুলো সুখ আছে।

আমার না হয় আনন্দটা মলিন হলও
তোমার দুঃখ ক্ষতগুলো তো এন্টিসেপ্টিক পরশ পেলো।

আমার না হয় একটামাত্র জীবন নষ্ট হলও
তোমার জীবন অনেক গুলো পথ-তো  পেলো।
Read More ...

0 comments


প্রেম প্রহর

আমার আকাশ মেঘলা
তুমি-তো নও একলা
তোমার আকাশ ভরা আলোর তারা
নিত্য তোমায় দিচ্ছে সারা
আমার হৃদয় তোমায় ভরা
তোমার হৃদয় খুঁজে ফেরে তাদের সারা
যারা তোমার হৃদয় নয় শরীর চেটে আত্মহারা
Read More ...

0 comments



মানুষের মনের প্রদেশের খোঁজ ক’জনাই বা রাখে
যেখানে বেদনার নীল নীল ঢেউ স্ব-গর্জনে ফুঁসে ওঠে
প্রদীপের উজ্জ্বল আলোতে মুগ্ধ সকলে
ক’জনা বা দেখে প্রদীপের নিচে গাঁড় অন্ধকার নীরবে নড়ে।
বিকাল পাহার দেখে সকলেই তাকে পাষাণ ভাবে
সবুজ পাহাড়ের বুক চিরেও মাঝে মাঝে বেদনা নির্ঝর
রূপে ঝরে।
Read More ...

0 comments

Archive